
রংপুরের পীরগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (১০ আগস্ট) পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইসলামি ছাত্রশিবির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সালেহ এর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ, জেলা সম্পাদক হামিদুল ইসলাম, জেলা অফিস সম্পাদক রবিউল ইসলাম, পীরগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল আমীন, উপজেলা জামায়াত আমির মিজানুর রহমান, জামায়াত নেতা ইমরুল কায়েস পরাগ-সহ ইসলামি ছাত্র শিবিরের জেলা ও উপজেলার বেশ কয়েকজন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।