
চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে দেড় বছরের রাফসান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঠান পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার চন্দ্রিকা দে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মো. সোহেল জানান, সকালে খেলার ছলে করিমের ছেলে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।