
‘টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা’ এই প্রতিপাদ্যের আলোকে সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এরিয়া কোঅর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাব উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ মহী উদ্দিন মুকুল, সনাক সদস্য মোহাম্মদ শাহ আলম খোকন, ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের সদস্য মুহাম্মদ ইব্রাহীম আজাদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইদ্রিছ, সাবেক এসিজি কোর্ডিনেটর জেড, এম, জাহিদুল ইসলাম, সহ-সমন্বয়ক জেবুন্নেছা চৌধুরী, সহ-সমন্বয়ক শওকত ওসমান, ইয়েস সদস্য ইসরাত জাহান, মোহাম্মদ ফরহাদ ও দিবাকর গুপ্ত অর্জনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য রূপস মুৎসুদ্দি। আন্তর্জাতিক যুব দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস দলনেতা ইয়াছমিন আকতার। এর পরপরই শুরু হয় উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃফূর্ত অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাব উদ্দীন বলেন, টেকসই ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে যুবকদের অংশগ্রহণ ও যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা খুব জরুরি। পাশাপাশি দক্ষ যুব সমাজ গড়ে তুলতে সবাইকে উচ্চ শিক্ষা অর্জন ও কারিগরি দক্ষতা অর্জন করতে করতে হবে। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুবদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের কথা তুলে ধরেন এবং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ মহী উদ্দিন মুকুল বলেন, শিক্ষিত যুব সমাজ তখনি গড়ে উঠবে যখন তরুণরা শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তরুণ ও যুবসমাজকে গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, এদেশের প্রধান সমস্যা দুর্নীতি। দুর্নীতির কারণে দেশটা বারবার পিছিয়ে পড়ছে। দুর্নীতি ও অব্যবস্থাপনাকে রুখে দিতে পারলে এ দেশ অনেক আগেই স্বয়ংসম্পূর্ণ হবে।