অনলাইন সংস্করণ
১৮:২৪, ১৪ আগস্ট, ২০২৫
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এ অভিযোগে থানার দুই এসআই ও ছয় কনস্টেবলকে বরখাস্ত করেছে জেলা পুলিশ প্রশাসন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
রংপুরের পুলিশ সুপার আবু সাইমের নির্দেশে বুধবার (১৩ আগস্ট) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বরখাস্ত হওয়া সদস্যরা হলেন— এসআই আবু জোবায়ের, এসআই সফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।
জেলা পুলিশ জানায়, ঘটনার রাতে তারা মোবাইল টিমে দায়িত্বে থাকলেও করণীয় পালনে গাফিলতি করেছিলেন।
পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।