ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে চান মেয়র ডা. শাহাদাত

চসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে চান মেয়র ডা. শাহাদাত

জনবল বৃদ্ধি, স্থাপনা সংস্কার, নতুন যন্ত্রপাতি সংগ্রহ ও প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগকে আধুনিকভাবে গড়ে তুলে চট্টগ্রামবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের সাথে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন মেয়র।

সভায় চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালগুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

তারা জানান, বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল, ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল ও মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে লিফট না থাকায় রোগীরা, বিশেষ করে গর্ভবতী নারীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া কনসালটেন্ট সংকট, কর্মী সংকট, লজিস্টিক ঘাটতি, যন্ত্রপাতির অভাব, এম্বুলেন্স সংকট এবং পুরাতন ভবনের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ও উল্লেখ করেন তারা।

জবাবে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। এজন্য হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম, পর্যাপ্ত জনবল ও উন্নত অবকাঠামো নিশ্চিত করা হবে। যেখানে কনসালটেন্ট ও ডাক্তার সংকট রয়েছে, সেখানে প্রয়োজন অনুসারে নতুন ডাক্তার নিয়োগ দেওয়া হবে। পুরাতন ভবন সংস্কার, লিফট ও এম্বুলেন্স সংযোজনসহ সব ধরনের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর প্রথম যে প্রতিষ্ঠানটি তিনি পরিদর্শন করেছেন সেটি মেমন মাতৃসদন হাসপাতাল। একসময় নারী ও নবজাতক সেবায় সুনাম থাকা এই হাসপাতাল যন্ত্রপাতি ঘাটতির কারণে পিছিয়ে পড়েছিল। তবে যন্ত্রপাতি ও জনবল বৃদ্ধি করায় ধীরে ধীরে নাগরিকদের আস্থা ফিরছে। স্বাস্থ্য বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে আধুনিকভাবে সাজানো হবে।

মেয়র বলেন, চসিকের স্বাস্থ্য বিভাগ প্রতিবছর বিপুল পরিমাণ টাকা ভর্তুকি পায়, কিন্তু সঠিকভাবে পরিচালিত হলে এটি একদিকে আয়বর্ধক হবে, অন্যদিকে স্বল্প ব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। বন্দরটিলা, মোস্তফা হাকিমসহ বড় হাসপাতালগুলো সংস্কার করে হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। রেড ক্রিসেন্ট হাসপাতালের নেতৃত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্য বিভাগকে পুনর্গঠন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ডা. তপন কুমার চক্রবর্তী, হোসনে আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মেয়র ডা. শাহাদাত,চসিকের স্বাস্থ্য বিভাগ,ঢেলে সাজানো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত