
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশে রংপুর জেলা ও মহানগরে এডহক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।
রংপুর জেলা ইউনিট কমান্ডের এগারো সদস্য বিশিষ্ট এডহক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলীকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. ফজলার রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান প্রামানিক (লেবু)। অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মনজুরুল ইসলাম, শামসুল আলম (মন্টু), আজাদুর রহমান, কলিম উদ্দিন আকন্দ, মো. মোখতার হোসেন, শাহ রেজা, মো. গোলাম কুদ্দুস, ডা. মো. আলী হোসেন এবং মতিয়ার রহমান।
রংপুর মহানগর ইউনিট কমিটিতেও এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কিবরিয়া যুগ্ম আহবায়ক এবং মো. আব্দুস সাত্তার সদস্য সচিব নিযুক্ত হয়েছেন।
অপর সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজ রশীদ ফেরদৌস, মাহবুবর রহমান, মো. সেকেন্দার আলী, শফিউল আলম, রহমত আলী খান, মো. আফছারুল ইসলাম, আবুল কালাম আজাদ এবং মীর মোহাম্মদ কাঞ্চন আলী।
কমিটি গঠনের ফলে রংপুর জেলা ও মহানগরের মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত বৃহস্পতিবার রংপুর জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের এলাকা থেকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা কেন্দ্রীয় কমান্ডের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।