ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ৪২ বছর বয়সী আব্দুল খালেক শিবগঞ্জ উপজেলার কালিতলা-মির্জাপুর এলাকার আজহার আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকার এরশাদ আলীর ছেলে কামাল আলী কালু। এরই প্রায় ঘণ্টাখানেক পরে একটি আম বাগানে রক্তাক্ত অবস্থায় কামালের মরদেহ দেখতে পায় তার পরিবার। এদিন রাতেই তিনি শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। ২০২২ সালের ২৯ মে মামলাটির তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আব্দুল মালেক চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

তিনি আরও বলেন, আদালতের বিচারক দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আব্দুল খালেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে বাকি অভিযুক্ত আসামি তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

হত্যা মামলা,যাবজ্জীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত