ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিএমপি'র অডিও বার্তা ফাঁস: অভিযুক্ত কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

সিএমপি'র অডিও বার্তা ফাঁস: অভিযুক্ত কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পুলিশের কনস্টেবল অমি দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এই আদেশ দেন।

এর আগে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় অমি দাশকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার অমি দাশ নগরের খুলশী থানায় প্রেষণে কর্মরত ছিলেন। তিনি মূলত পুলিশ টেলিকম ইউনিটের সদস্য। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। বাবার নাম রাজীব দাশ।

উল্লেখ্য, সিএমপির ওয়্যারলেস বার্তা ফাঁস হওয়ার ঘটনায় গত রোববার (১৭ আগস্ট) মধ্যরাতে ওই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি,অডিও ফাঁস,কনস্টেবল,রিমান্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত