ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আ.লীগের ৫ জন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আ.লীগের ৫ জন গ্রেপ্তার

বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ৫ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নং ওয়ার্ডে সভাপতি শাওদত শায়েম শাকিল (৩০), ২৪ নং আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ (৬৩), পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও রসিকের কাউন্সিলর প্রয়াত হারাধন রায় হারার সহযোগী আনিছুর রহমান (৫৪), মহানগর আওয়ামী লীগের সদস্য অঞ্জন সরকার (৫৭), মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সহকারী লাবলু মিয়া (২৮)।

গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজাহার নামীয় আসামি।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, রংপুর মেট্রোপলিটন এলাকায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেফতারে সকল থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,আ.লীগ,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত