ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পটিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

পটিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া এলাকায় নির্মাণাধীন ঘরের ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— একই এলাকার মাওলানা নূর আহমদ বাড়ির মৃত সোলায়মানের ছেলে নাজু এবং দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের ছেলে তারেক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আশিয়ার জানে আলমের নতুন ঘরে দুইজন রাজমিস্ত্রী ট্যাংকের ভেতরে স্যানিটারিংয়ের কাজ করছিলেন। কাজ করার জন্য তারা ট্যাংকের ভেতরে প্রবেশ করলে আর উপরে উঠতে পারেননি। ধারণা করা হচ্ছে, সেখানে ঢুকে তারা অক্সিজেন সংকটে পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

সেপটিক ট্যাংক,শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত