ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় যুবলীগ সভাপতি শহীদুল্লাহ গ্রেপ্তার

সাটুরিয়ায় যুবলীগ সভাপতি শহীদুল্লাহ গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় মফিজুর রহমান শহিদুল্লাহ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

শনিবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল্লাহ সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে। তিনি ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদি হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাটুরিয়া,যুবলীগ সভাপতি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত