ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পটিয়া পৌরসভায় অভিযানে ৪৯ হাজার টাকা জরিমানা

পটিয়া পৌরসভায় অভিযানে ৪৯ হাজার টাকা জরিমানা

পটিয়া পৌরসভার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা ও পৌরসভা প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) পৌরসভা পোস্ট অফিস মোড়, আদালত রোড, ক্লাব রোড, শহীদ ছবুর রোড, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ও মুন্সেফবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল ও ভবন নির্মাণ সামগ্রী রাখা, পৌরসভার অনুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ এবং ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে পটিয়া থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও ও পৌর প্রশাসক ফারহানুর রহমান জানান, অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি মালামাল জব্দ করে পৌরসভার জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জরিমানা,৪৯ হাজার টাকা,পটিয়া পৌরসভায় অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত