
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে মব সৃষ্টির প্রতিবাদে রংপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর কাচারী বাজারস্থ পুরাতন বার লাইব্রেরি ভবনে আইডিইবি রংপুর জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক খসরু সরকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত ২৫ আগস্ট দুপুরে নেসকো-৩ রংপুর এর প্রধান কার্যালয়ে কতিপয় বহিরাগত প্রবেশ করে মব সৃষ্টি করেন। এ সময়ে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি উচ্চস্বরে কটূক্তি ও হেয়প্রতিপন্ন করে বিভিন্ন অশ্লীল স্লোগান প্রদান এবং অরাজকতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হয়। এই মব সৃষ্টির ইন্ধন প্রদান করেন নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, এর ডিগ্রী প্রকৌশলী (সহকারী প্রকৌশলী) মোহাম্মদ রোকনুজ্জামান। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। সরকারের একটি দায়িত্বশীল পদে কর্মরত থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ডিগ্রী প্রকৌশলী রোকনুজ্জামান সংরক্ষিত এলাকায় নিরাপত্তাকর্মীদের উপেক্ষা করে নিজেই নেতৃত্ব দিয়ে বহিরাগতদের নেসকো প্রধান কার্যালয়, রংপুর এ প্রবেশ করান এবং নেসকো নিরাপত্তা তথা রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেন।
রোকনুজ্জামান বহিরাগতদের সাথে নিয়ে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের সকল ডিপ্লোমা প্রকৌশলীদেরকে ডিগ্রী প্রকৌশলীদের মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করার উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে টেকনিশিয়ান এবং বিভিন্ন অশালীন ভাষায় হুমকি প্রদান করেন। আন্দোলনের কারণে বর্তমানে নেসকোতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ তাদের পরিবারপরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রোকনুজ্জামান কর্তৃক চাকুরি বিধি লঙ্ঘন করে নেসকো কার্যালয় অরাজকতা সৃষ্টি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের চাকুরির পরিবেশ বিনষ্ট করায় তীব্র প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন ও পেশাজীবীদের সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস (এফডিইবি) এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুছ ছাত্তার শাহ্, রংপুর জেলা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শফিউজ্জামান সরকার, আইডিইবি সংগ্রাম পরিষদ রংপুর জেলার আহ্বায়ক আফজালুল হক, সদস্য সচিব আবু তাহের মোহাম্মদ খায়রুল বাসার, সদস্য সহিদুল আলম, মোহাম্মদ কামরুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।