ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হলেন জি কে গউছ

হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হলেন জি কে গউছ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে কাউন্সিলে সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘ ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল সামনে রেখে সভাপতি পদ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আরও ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ হাজার ৩১৩ জন ভোটারের ভোটে তারা নির্বাচিত হবেন।

সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম ও আকদ্দস হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও অ্যাডভোকেট এনামুল হক সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জহিরুল হক শরীফ, শাহ সালাউদ্দিন আহমেদ ও আক্তার সফিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপি,সভাপতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত