
রংপুর জেলার পীরগঞ্জে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। শুক্রবার দুপুরে উপজেলার কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম।
দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।
তিনি ব্যক্তিগতভাবে রোগীদের চেকআপ করেন এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও ওষুধ সরবরাহ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশসহ উপজেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
ফ্রি চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীরা মানবিক এই উদ্যোগের জন্য বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বলেন, এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে উপকৃত হবে।
বিএনপি নেতৃবৃন্দও জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা অব্যাহত থাকবে।