ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

রংপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদ এবং আওয়ামীদলীয় সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর শাহী মসজিদস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।

এসময় তারা জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশে গণ অধিকার পরিষদ রংপুর জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল,গণ অধিকার পরিষদ,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত