ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় মদসহ ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গায় মদসহ ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গায় ৪ বোতল ভারতীয় মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হাট কালুগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত মহাবুল মন্ডল (৩৮) ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চক রামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্য পেয়ে শহরের পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এসময় মহাবুল মন্ডলকে গতিরোধ করে তার কাছে থাকা ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক দেখানো হয়।

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) সৌমিত্র সাহা জানান, আটককৃত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চুয়াডাঙ্গায় প্রবেশ করেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

মদ,ভারতীয় নাগরিক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত