ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ময়লার স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ রংপুর মহানগরীর লালবাগবাসী

ময়লার স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ রংপুর মহানগরীর লালবাগবাসী

শিক্ষানগরী খ্যাত রংপুর মহানগরীর কারমাইকেল কলেজ সংলগ্ন লালবাগ এলাকার মূল সড়কের ধারে ময়লার স্তুপের পাগল করা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, পথচারী, দোকানি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এই দুর্গন্ধযুক্ত সড়ক দিয়েই প্রতিদিন যাতায়াত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

একই পথে যেতে হয় শাপলা চত্বর, জাহাজ কোম্পানি, মেডিকেল, কামারপাড়া বাসস্ট্যান্ড, মডার্ন, দর্শনা পার্কের মোড়, সাতমাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। অথচ এ সড়কের ধারে কলেজ প্রাচীর সংলগ্ন বিশাল ময়লার স্তুপ রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কাজের পরও প্রতিদিন দুর্গন্ধ ছড়াচ্ছে।

এলাকার বাসিন্দারা জানান, নাক চেপেও দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায় না। টিটু মিয়া, স্বপন, আলিম, রুহুলসহ অনেকে বলেন, এ পথ ধরেই যাতায়াত করতে হয়। তবে দুর্গন্ধের কারণে দম বন্ধ হয়ে আসে, দৌড়ে পথ পার হতে হয়। তারা দাবি করেন, সিটি করপোরেশন যদি ময়লার স্তুপের ভালোভাবে ম্যানেজমেন্ট করতে না পারে তবে এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত।

স্বপন ও মেহেদি হাসান বলেন, ময়লার স্তুপের পাশেই রয়েছে লালবাগ বাজার, কারমাইকেল কলেজ, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান। এ পরিস্থিতির দ্রুত সমাধান জরুরি।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দুর্গন্ধের কারণে এই রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচল করা যায় না। নাক ঢেকেও কোনো কাজ হয় না। দ্রুত ব্যবস্থা না নিলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।

রংপুর সিটি করপোরেশনের বর্জ্য শাখার ইন্সপেক্টর হরকাতুল জিহাদ মুন্সী বলেন, নগরীর জন্য আটটি টিনশেড ডাস্টবিন অনুমোদন হয়েছে, এর একটি লালবাগ এলাকায় হবে। ডাস্টবিন হলে সমস্যা থাকবে না।

সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা (অঞ্চল-৩) মাসুদ হাসান জানান, লক্ষী সিনেমা হলের ডাস্টবিন বন্ধ হয়ে যাওয়ায় লালবাগ এলাকায় চাপ বেড়েছে। এতে ২০, ২১, ২২, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের ময়লার চাপ ওই এলাকায় পড়ছে। আটটি ডাস্টবিন হলে সমস্যা দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রংপুর মহানগরী,ময়লার স্তুপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত