ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্বাধীনতাবিরোধী শক্তি যেন নতুন ষড়যন্ত্র করতে না পারে: টুকু

স্বাধীনতাবিরোধী শক্তি যেন নতুন ষড়যন্ত্র করতে না পারে: টুকু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি যেন দেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র করতে না পারে। সেজন্য মুক্তিযোদ্ধাসহ দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজার চত্বরে বহুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ রাহু থেকে মুক্ত হয়েছে। কিন্তু এখনও সংকট কাটেনি। মুক্তিযোদ্ধাকে শেখ হাসিনা বিতর্কিত করে ফেলেছিল এবং কিছু মুক্তিযোদ্ধাকে সুবিধা দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে তরুণ প্রজন্মের কাছে বিকৃত করা হয়েছিল। কিন্তু এ দেশের মানুষ জিয়াউর রহমানকে হৃদয়ের মনির কোঠায় স্থান করে দিয়েছে। মুক্তিযুদ্ধকে কেউ যেন দলীয়ভাবে ব্যবহার করতে না পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। বিএনপির দায়িত্ব হলো পুরো দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং কোন ভাবেই আইন শৃঙ্খলা যেন অবনতি না ঘটে।

জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকবুল হোসেন চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, বিএনপি নেতা অমর কৃষ্ণ দাস, ভিপি শামিম, মতিয়ার রহমান আকন্দ, আবু সাইদ সুইট, নূর কায়েস সবুজ, হারুনর রশীদ খান হাসান, হায়দার আলী প্রমুখ।

এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীনতাবিরোধী,ষড়যন্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত