
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
তারা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সাথী আক্তার (৩০), আজেদা বেগম (৪৪) ও শারমিন আক্তার (৩১)। র্যাব-১২’র মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।