ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিদ্ধিরগঞ্জে মিশুক চুরি, ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার: গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে মিশুক চুরি, ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার: গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া ভান্ডারীপুল এলাকা থেকে চুরি হওয়া একটি অটোমিশুক ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাকিব (২৭) ও মর্জিনা (৩৭)। তাদের তথ্যের ভিত্তিতে নবীনগরের সারপাড় মোড়ে ইন্দ্রজিত কর্মকারের দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে চোরাই অটোমিশুকটি উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাকিব ও মর্জিনাকে গ্রেপ্তার করা হয়। রাকিব পটুয়াখালী সদর উপজেলার খালেক আকনের ছেলে এবং মর্জিনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার চর বলাইকাঠি এলাকার নুরুল ইসলামের মেয়ে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গত ২২ আগস্ট নয়াপাড়া ভান্ডারীপুল এলাকার সাথী আক্তারের অটো গ্যারেজ থেকে চারটি ব্যাটারিসহ একটি অটোমিশুক চুরি হয়। এ ঘটনায় মালিক সাথী আক্তার ৩ সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি শাহীনূর আলম বলেন, অটোমিশুক মালিকের অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। স্বল্প সময়ের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে চোরাই অটোমিশুক উদ্ধার করা সম্ভব হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ২,ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,মিশুক চুরি,সিদ্ধিরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত