
দীর্ঘদিন পর ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলায় কর্মরত ১০ জন সাংবাদিককে প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়।
রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে নতুন সদস্য অন্তর্ভুক্ত উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু। আমন্ত্রিত অতিথি ছিলেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক এবং বিটিভি ও আমার দেশ-এর ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহীম হুসাইন।
বোয়ালমারী প্রেসক্লাবের নতুন সদস্যরা হলেন—আমীর চারু বাবলু (ঢাকা টাইমস ও প্রতিদিনের বাংলাদেশ), দীপঙ্কর পোদ্দার (যায়যায়দিন ও দেশ রূপান্তর), আল মামুন রনি (খোলা কাগজ), সাইফুল্লাহ নজীর মামুন (পাক্ষিক নজীর বাংলা), হাসান মাহমুদ মিলু (খবর পত্র), সনৎ চক্রবর্তী (আমাদের অর্থনীতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ), ইকবাল হোসেন লিমন (নয়া দিগন্ত), মাওলানা রফিকুল ইসলাম (সংগ্রাম), মুকুল বসু (প্রতিদিনের কাগজ) এবং মো. তারিকুল ইসলাম (সাপ্তাহিক মানব দর্পণ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী। প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম (সমকাল প্রতিনিধি), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (দিনকাল প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান (আমাদের সময় প্রতিনিধি), অর্থ সম্পাদক মো. জাকির হোসেন (ইনকিলাব প্রতিনিধি) প্রমুখ।
এছাড়া নবাগত সদস্য আমীর চারু বাবলু, দীপঙ্কর পোদ্দার, আল মামুন রনি, হাসান মাহমুদ মিলু, সাইফুল্লাহ নজীর মামুন, সনৎ চক্রবর্তী, ইকবাল হোসেন লিমন ও মাওলানা রফিকুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান, গণমুক্তির প্রতিনিধি বিপ্লব আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।
পরে প্রেসক্লাব সভাপতি এডভোকেট কোরবান আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত নিয়োগপত্র নবাগত সদস্যদের হাতে তুলে দেন। এসময় তাদের রজনীগন্ধার স্টিকার দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আব্দুস সালাম বাবু নতুন সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।
বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, যাচাই-বাছাই শেষে যোগ্য ১০ জনকে প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়েছে।
প্রেসক্লাব সভাপতি এডভোকেট কোরবান আলী বলেন, ‘নতুন সদস্যরা একদিন প্রেসক্লাবের নেতৃত্বে আসবে। তবে এজন্য তাদের পেশাগত উৎকর্ষতা ও দক্ষতা বাড়াতে হবে। প্রেসক্লাব একটি পরিবার, এখানে আমরা সবাই মিলেমিশে থাকব।’
প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় বোয়ালমারী প্রেসক্লাব।