
রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এই সভার আয়োজন করেন।
সভায় আরএমপি কমিশনার মো. আবু সুফিয়ান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরএমপির ১২টি থানার মোট ১০৩টি পূজা মণ্ডপে সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা আওতায় আনাসহ যেকোনো প্রকার গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় আরএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। স্থায়ী ফোর্স এবং মোবাইল ফোর্সসহ সাইবার টিম, সিআরটি টিম এবং গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে কাজ করবে। এছাড়া সেনাবাহিনী, র্যাব আনসার এবং দমকল বাহিনীর সদস্যরা কাজ করবে। কোন দুষ্কৃতকারী যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে এজন্য সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।