ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হুরাসাগর নদীর মোয়াখেলা নামক স্থান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন কৃষক ওই নদীর উল্লেখিত স্থানে কস্তুরি পরিষ্কার করতে যায়। এ সময় ওই যুবকের লাশ দেখতে পায়। এ সংবাদে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং বুধবার সকালে তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই যুবক কোথাও যাওয়ার পথে নদীতে ডুবে মারা গেছে এবং তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।

হুরাসাগর নদী,লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত