
সিরাজগঞ্জ পৌর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই পরিমল (৫৭) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিয়ালকোল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
এসআই পরিমল পাবনার বেড়া উপজেলার পেঁচাখোলা গ্রামের অধিবাসী। তিনি সিরাজগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার দুপুরে এসআই পরিমল সরকারি কাজে শিয়ালকোল এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে পৌর এলাকার কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনালের সন্নিকটে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।