ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তা কারাগারে

চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তা কারাগারে

আমদানিকারকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে হাতেনাতে গ্রেপ্তারের মামলায় একজন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মাইনুদ্দীন এ জবানবন্দি দেন। পরে রাজীব রায় ও মাইনুদ্দীন দুজনকেই কারাগারে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি দল কাস্টমস হাউসে ছদ্মবেশে অভিযান চালিয়ে রাজীব রায় ও মাইনুদ্দীনকে ৩০ হাজার টাকা ঘুষসহ গ্রেপ্তার করে।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, পণ্য ছাড় করাতে ঘুষ নেওয়ার মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে মাইনুদ্দীন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায়কেও কারাগারে পাঠানো হয়েছে।

দুদকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে অ্যাক্রিলিক মেশানো প্লাস্টিকের ভাঙা টুকরা ও বাতিল অংশের একটি চালান আমদানি করেন। চালানের মূল্য ছিল ৬ হাজার ৪২৮ ডলার।

অভিযোগ রয়েছে— চালানটি ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করে নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে আমদানিকারক আমির হোসেন দুদকের চট্টগ্রাম কার্যালয়ে অভিযোগ করলে চট্টগ্রাম-১ কার্যালয় বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। অভিযানের পর গ্রেপ্তার দুজনকে মামলা করার জন্য থানায় হস্তান্তর করা হয়।

কারাগারে,রাজস্ব কর্মকর্তা,চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত