ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতের অভিযানে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছলঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফ আহাম্মেদ উপজেলার ছলঙ্গা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল সামাদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সাইফ আহাম্মেদ (৪৫) নামে ওই ব্যক্তিকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ইয়াবা,মাদক ব্যবসায়ী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত