
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বাসের পার্কিং গ্যারেজ তৈরি করা হয়েছে। এ সরকারি জায়গায় নির্মাণকাজ চললেও ব্যবস্থা নেয়নি পাউবো। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই থানা এলাকার কেজির মোড়ে প্রায় ৪০ ফুট সরকারি জায়গা দখল করে জেনিন এন্টারপ্রাইজ বাসের পার্কিং গ্যারেজ নির্মাণ করছে। দীর্ঘদিন ধরে ওই বাসের মালিক অবৈধভাবে এ গ্যারেজ নির্মাণ করছেন। বাসের মালিক সম্প্রতি ওই এলাকার ১৮ শতক জায়গা ক্রয় করেছেন। ইতিমধ্যে সেই জায়গার সামনে পাউবোর জায়গায় বাউন্ডিং ওয়ালসহ টিন দিয়ে বেড়া দিয়ে ওই বাসের পার্কিং গ্যারেজ নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে প্রভাবশালীরা ওই সরকারি জায়গায় বিভিন্ন স্থাপনা গড়ে তুলছে।
এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, সরকারি জায়গা দখলের বিষয়টি জেনেছি এবং ইতোমধ্যেই বিভিন্ন স্থানে নির্মিত স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। আবারো কেউ অবৈধভাবে জায়গা দখল করলে তা ভেঙ্গে দেয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।