ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুঠিয়ায় দুর্গাপূজা: প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পুঠিয়ায় দুর্গাপূজা: প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছর এখানে ৫৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। শিল্পীদের সঙ্গে মন্দির কমিটির সদস্যরাও পূজা উদযাপনের জন্য মন্দির সাজানোসহ যাবতীয় প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশ প্রশাসন।

প্রতিমা তৈরির কাজ চলছে কাদা-মাটি, বাঁশ, খড় ও সুতা দিয়ে। শিল্পীরা তিলতিল করে প্রতিমা গড়ে তোলার পর এখন রং তুলির কাজ করছেন।

মন্দিরগুলো সুদৃশ্য বিশাল প্যান্ডেল, তোরণ ও বর্ণাঢ্য আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে। ষষ্টী পূজার মধ্য দিয়ে ২৮ সেপ্টেম্বর (রবিবার) মূল দেবী বন্দনা শুরু হবে এবং ৫ দিন চলবে। বিজয় দশমীর মধ্য দিয়ে ২ অক্টোবর (বৃহস্পতিবার) দেবী দুর্গার প্রতিমাকে বিসর্জন দিয়ে পূজার পর্ব শেষ হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী জানিয়েছেন, এবার ৫৪টি পুজা মন্ডপে পূজা উদযাপিত হবে। প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আলোকসজ্জাসহ যাবতীয় কাজ সম্পন্ন হচ্ছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন বলেন, পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের সভা হয়েছে। বর্তমানে প্রতিটি মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুঠিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শিবু দাস জানান, মন্দির কমিটির নেতৃবৃন্দকে আইনশৃঙ্খলা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনার পাশাপাশি পূজা পরিচালনা কমিটির স্বেচ্ছাসেবক এবং পুলিশ প্রশাসন কাজ করছে।

শিল্পী,ব্যস্ত সময় পার,প্রতিমা তৈরি,পুঠিয়ায় দুর্গাপূজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত