ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপূজায় চাঁদপুরের ১৫৮ মণ্ডপে অনুদানের চেক বিতরণ

দুর্গাপূজায় চাঁদপুরের ১৫৮ মণ্ডপে অনুদানের চেক বিতরণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার ১৫৮টি পূজা মণ্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে ১৫ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলার ৮ উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বরাবর চেক প্রেরণ করা হয়।

পৌর এলাকার বাইরে জেলা পরিষদ প্রত্যেক পূজা মণ্ডপে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

জেলা পরিষদের প্রশাসক গোলাম জাকারিয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিনের উদ্যোগ এবারই প্রথম জেলা পরিষদ একযোগে দুর্গাপূজা উপলক্ষ্যে বরাদ্দ প্রদান করে। জেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

দুর্গাপূজা,মণ্ডপ,অনুদান,চেক বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত