ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় আসামী গ্রেপ্তার

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় আসামী গ্রেপ্তার

চট্টগ্রামে ব্যাংকের চেক প্রতারণা মামলায় এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নিউ মিলেনিয়াম ফ্যাশন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এস এম শফিউল আজম কারাদণ্ডপ্রাপ্ত। তাকে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আগ্রাবাদ শাখার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, চেকের মামলায় সাজা পরোয়ানার মূলে এস এম শফিউল আজমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

আদালত সূত্রে জানা যায়, চেক প্রতারণার অভিযোগে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আগ্রাবাদ শাখা ২০০৯ সালের ২৫ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেছিল।

সাক্ষ্যপ্রমাণ গ্রহণের পর ২০২১ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাকে ১ বছরের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১২ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করে।

রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আসামী গ্রেপ্তার,চেক প্রতারণা মামলা,চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত