ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে রহস্যজনক ঘটনা, গাছের মগডাল থেকে নাইটগার্ড উদ্ধার

সিরাজগঞ্জে রহস্যজনক ঘটনা, গাছের মগডাল থেকে নাইটগার্ড উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এক অলৌকিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে নাইটগার্ড সেলিম রেজাকে স্থানীয়রা বটগাছের মগডাল থেকে উদ্ধার করেন। এলাকায় এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শ্যামপুর গ্রামের বাসিন্দা সেলিম রেজা দীর্ঘদিন ধরে ওই বাজারে নাইটগার্ড হিসেবে কাজ করেন। পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনি প্রায়ই জ্বীনের আচরে আক্রান্ত হন। এর আগেও তার সঙ্গে নানারকম অস্বাভাবিক ঘটনা ঘটেছে।

বুধবার রাতে সেলিম যথারীতি বাজারে পাহারায় ছিলেন। বৃহস্পতিবার ভোরে হঠাৎই তাকে এক ভয়ংকর কালো অবয়ব গাছের মগডালে তুলে রেখে যায় বলে তিনি দাবি করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর সেলিম সাংবাদিকদের বলেন, “ভয়ংকর কালো লম্বা এক অবয়ব এগিয়ে আসছিল। আমার গলা ধরে গাছের মগডালে ফেলে রাখে। এরপর আমি সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু কথা বলতে পারছিলাম না।”

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মাহফুজুর রহমান জানান, “রাতে খবর পাই নাইটগার্ডকে জ্বীন হোক বা পরী হোক গাছের মগডালে তুলে রেখেছে। গিয়ে দেখি তিনি ডালের ওপরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পানি পড়া দিলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।”

নাইটগার্ড উদ্ধার,গাছের মগডাল থেকে,রহস্যজনক ঘটনা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত