ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের কোর্টমোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে জেলা শাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার আশফাকুর রহমানের সঞ্চালনায় কার্যবিবরণীতে চুয়াডাঙ্গা জেলাব্যাপী বিভিন্ন দর্শণীয় স্থানকে টুরিস্টদের আকর্ষণ করার আহ্বান জানানো হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো বিভিন্ন হাওর, বাওড়, জলাশয়, কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর, ডিসি ইকোপার্ক, আলমডাঙ্গা বদ্ধভূমি ইত্যাদি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাঈফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক প্রথম আলো পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাইশা, এবং ট্যুরিজম ব্যবসায়ী শাহজালাল বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল-নাইম, সহকারী কমিশনার মো. আলাউদ্দিন আল আজাদ, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা,চুয়াডাঙ্গা,বিশ্ব পর্যটন দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত