ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কমিউনিটি ব্যাংক; রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক ফাইন কালেকশন

কমিউনিটি ব্যাংক; রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক ফাইন কালেকশন

রাজশাহীতে ট্রাফিক মামলার জরিমানা আদায় আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে নগদ অর্থের পাশাপাশি কমিউনিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশের মাধ্যমে জরিমানা প্রদান করা সম্ভব হবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও আধুনিক হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি’র উপস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর শেষে বিনিময় করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ড জনাব জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মো. মামুন উর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী জেলা পুলিশ জানায়, এই উদ্যোগের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের জরিমানা আদায় আরও স্বচ্ছ ও সহজ হবে। একই সঙ্গে নগদ লেনদেনের চাপও কমবে এবং ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রদান করার সুবিধা চালু হলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

ট্রাফিক ফাইন কালেকশন,রাজশাহী জেলা পুলিশ,কমিউনিটি ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত