
রাজশাহীর গোদাগাড়ী এবং পুঠিয়ায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাথাভাঙা এবং পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাথাভাঙা গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও একই গ্রামের মো. রাব্বুলের ছেলে মো. রাফি খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এবং পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের রনির ২০ মাসের শিশু রাশাদ বাড়ির পাশে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা এবং পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।