
ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় (২৭) ও তার দুই সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভবানীপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার মোল্লা হৃদয় সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি উপজেলার সাধাপুর পুরানবাড়ি এলাকার সিদ্দিক মোল্লার ছেলে।
তার সঙ্গে আটক দুই সহযোগী হলেন সাভারের চরকলিকাপুর গ্রামের আমিনুল (৩২) ও সাধাপুর পুরানবাড়ি গ্রামের নিজাম উদ্দিন (৩০)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহীদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে মোল্লা হৃদয় ও তার সহযোগীদের ২২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এসআই কাদের শেখ আরও বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।