ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিনিয়র সচিবের উদ্বোধন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণ শুরু

সিনিয়র সচিবের উদ্বোধন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণ শুরু

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

শনিবার সকালে রাজশাহী নগরীর কেন্দ্রীয় উদ্যানে এই কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র সচিব নির্মাণসামগ্রীর মান পরিদর্শন করেন এবং দৃষ্টিনন্দন এই মসজিদের প্রশংসা করেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মসজিদ নির্মাণ শুরু,রাজশাহী কেন্দ্রীয় উদ্যান,সিনিয়র সচিবের উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত