ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় মাদকসহ আটক ৪

আলমডাঙ্গায় মাদকসহ আটক ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের স্টেশন পাড়া এলাকা থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন— উপজেলা শহরের স্টেশন পাড়া এলাকা রেজাউল হকের স্ত্রী মুন্নি খাতুন (৫৫), তার ছেলে সোহেল (২২), রুবেল হোসেনের স্ত্রী লিজা খাতুন (৩০) ও ওয়াপদা পাড়ার মাহবুবুল হকের ছেলে মিজান (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানের নেতৃত্বে এস আই বাবুল খান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের স্টেশন পাড়া এলাকা পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মাদক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত