ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

নভেম্বরে গণভোট ও আগামী ফেব্রুয়ারিতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর জেলা ও মহানগর জামায়াতে ইসলামী।

রোববার (৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর জুলাই চত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াত। পরে মিছিলসহ তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী। এতে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান।

সমাবেশে গোলাম রব্বানী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এখন জনগণের দাবি। ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। সরকারের প্রতি আহ্বান— জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দিয়ে তা দ্রুত পাস করা হোক। সেই সঙ্গে ফ্যাসিস্ট শক্তির সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে। জুলাইয়ে জনগণ ফ্যাসিস্টদের বিদায় দিয়েছে। এখনকার উপদেষ্টা সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। তাই জনগণের এই দাবি বাস্তবায়ন করা তাদের দায়িত্ব।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর–দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট কাওছার আলী প্রমুখ।

জামায়াত,বিক্ষোভ মিছিল,স্মারকলিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত