
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মামা নাজমুল (২৮) কে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ভাগ্নে আকাশের বিরুদ্ধে।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলা শহরের বেগ পাড়া চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
আহত নাজমুল উপজেলার বেগ পাড়া এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে নাজমুল বেগ পাড়া একটি চায়ের দোকানে বসে গল্প করছিল। এই সময় খাঁ পাড়ার আব্দুল আলীমের ছেলে আকাশের সাথে জায়গা-জমি নিয়ে মামা নাজমুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আকাশ ধারালো অস্ত্র দিয়ে মামা নাজমুলকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়ারা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
জোয়ারা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে নাজমুলের বাম হাতে গভীর ক্ষত হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।