
রাজশাহীর পবা উপজেলার বাকসারা মোড় এলাকায় ধানক্ষেত থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
এলাকাবাসী জানান, মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। ফলে স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ জানায়, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। মরদেহের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সিআইডি নমুনা নেওয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।