
শেরপুর জেলার সদর থানাধীন সোনার বাংলা এলাকায় রবিবার (১৯ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে ফরিদ মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃত ফরিদ মিয়া শেরপুর সিআর ১১১২/২৩ নম্বর মামলার আসামি। ২০২৩ সালের ২৪ নভেম্বর যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় তিনি ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন।
ফরিদ মিয়া শেরপুর সদর উপজেলার চর শেরপুর নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।