ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে মসজিদের কাছে পাখি ভ্যান থেকে পড়ে গিয়ে সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সামেনা উপজেলার কুলতলা গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। এ সময় ভ্যানচালক জেনারেল (২৫) আহত হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে সামেন বেগম নিজ বাড়ি থেকে পাখি যোগে ইউনিয়নে যাওয়ার পথে কুলতলা বড় মসজিদের কাছে পৌঁছাই। এ সময় ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে গেলে ঘটনাস্থলে সামেনা বেগম নিহত হয়। এতে ভ্যান চালক জেনারেল ও গুরুতর আহত হন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জীবননগর,সড়ক দুর্ঘটনা,নারী নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত