
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে মসজিদের কাছে পাখি ভ্যান থেকে পড়ে গিয়ে সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সামেনা উপজেলার কুলতলা গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। এ সময় ভ্যানচালক জেনারেল (২৫) আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে সামেন বেগম নিজ বাড়ি থেকে পাখি যোগে ইউনিয়নে যাওয়ার পথে কুলতলা বড় মসজিদের কাছে পৌঁছাই। এ সময় ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে গেলে ঘটনাস্থলে সামেনা বেগম নিহত হয়। এতে ভ্যান চালক জেনারেল ও গুরুতর আহত হন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।