
রাজশাহীর পুঠিয়ায় মুসাখাঁ নদী থেকে রমনি বিশ্বাস পাহাড়িয়া (৬৫) নামের এক উপজাতি পাহাড়িয়া মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারের পাশে মুসাখাঁ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রমনি বিশ্বাস পাহাড়িয়া পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার শম্ভু পাহাড়িয়ার স্ত্রী।
শম্ভু পাহাড়িয়া জানান, আমরা স্বামী-স্ত্রী দুইজনে জিউপাড়া এলাকায় একটি পেয়ারা বাগানে পাহারাদার হিসেবে কাজ করি। গত সোমবার কালীপূজার দিন সে নেশা পান করে। সেই দিন সন্ধ্যার দিকে নেশাগ্রস্ত অবস্থায় মুসাখাঁ নদীতে পড়ে যায়। তখন তার চিৎকার শুনে আমি গিয়ে তাকে উদ্ধার করি।
পরবর্তীতে স্ত্রীকে রেখে আমি বাগানের ভেতরে দেখাশোনার কাজে যাই। ফিরে এসে দেখি আমার স্ত্রী সেখানে নেই। এরপর থেকে খোঁজাখুঁজি শুরু করি। আজ সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে পারিবারিকভাবে লাশ দাফনের অনুমতি দেওয়া হতে পারে।