ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে: চসিক মেয়র

বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

রোববার (২৬ অক্টোবর) সকালে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। একজন মানবিক নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি—এই সময়ে তাদের পাশে দাঁড়ানো বিশ্বনেতৃত্বের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে ছিল এবং থাকবে। মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জাতি হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিকভাবে একাত্ম।

সাক্ষাৎ শেষে মেয়র ডা. শাহাদাত ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থেকে সংহতির প্রতীকী স্মারক উপহার দেন। রাষ্ট্রদূত ইউসুফ রামাদান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামে বাংলাদেশের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, অ্যাডভোকেট আরিফ রেজা প্রমুখ।

চসিক মেয়র,বাংলাদেশ,ফিলিস্তিনি,রাষ্ট্রদূত,ডা. শাহাদাত হোসেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত