ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পদ্মার চরে কাঁকন বাহিনীর এলোপাথাড়ি গুলিতে নিহত ২

পদ্মার চরে কাঁকন বাহিনীর এলোপাথাড়ি গুলিতে নিহত ২

রাজশাহী বাঘায় নাটোরের লালপুর ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী পদ্মার চরে খড় কাটতে গিয়ে কাঁকন বাহিনীর এলোপাথাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- বাঘা উপজেলার নিচ খানপুর গ্রামের বাসিন্দা আমান (৩৬) ও নাজমুল ইসলাম (২৬)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন মুনতাজ মন্ডল (৩২) ও রাবিক হোসেন (১৮)।

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, চরাঞ্চলের জমির দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। দুপুরে নিচ খানপুর গ্রামের লোকজন চর এলাকায় খড় কাটতে গেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাঁকন বাহিনীর’ সশস্ত্র লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। জমির দখল নিতে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে মুনতাজের পক্ষের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

সংঘর্ষের পর গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত নাজমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নীহার চন্দ্র মণ্ডল জানান, মুনতাজের শরীরের বিভিন্ন স্থানে শতাধিক ও রাবিকের শরীরে ৮০টির মতো রাবার বুলেট পাওয়া গেছে। নাজমুল ও আমানের মাথাসহ শরীরের অন্তত পাঁচ জায়গায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

পদ্মার চর,গুলি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত