ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যায় অভিযান অব্যাহত, ৮ জন আদালতে

ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যায় অভিযান অব্যাহত, ৮ জন আদালতে

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখিত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ আরাফাত, মো. ওসমান ও দিদারুল আলম চৌধুরী রাসেল।

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত ১টার দিকে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হন।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, সাজ্জাদ হত্যা মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার (২৯ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আশা করা যাচ্ছে খুব দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

আটক ৮,ছাত্রদলের মামলা,বাকলিয়ায় সংঘর্ষে নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত