ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডবলমুরিং থানা ও ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

সমাবেশ শেষে র‌্যালি দেওয়ানহাট, শেখ মুজিব রোড, চৌমুহনী হয়ে পাঠানটুলী রোড, কদমতলী মোড় ঘুরে আবার দেওয়ানহাট মোড়ে এসে শেষ হয়।

র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে। মিথ্যার ফুলঝুরি দিয়ে কেউ যাতে মা-বোনদের বিভ্রান্ত করতে না পারে, সেদিকে যুবদল কর্মীদের সজাগ থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মো. ইফাজ খানের সভাপতিত্বে ও ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সংগঠক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল মন্নান, সিরাজুল মোস্তফা, আবু তাহের, এস. এম. নাসির, সুফি মুহাম্মদ ইব্রাহিম, আমির উদ্দিন বাবুল, মোহাম্মদ আজাদ, মহানগর যুবদলের সাবেক সদস্য মাহবুব খান জনি, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, ডবলমুরিং থানা যুবদলের সংগঠক মো. আকরাম খান, মো. আলমগীর, ওয়াসিম, ইউনুস, দেলোয়ার, মাহবুব, রহমান, সোহাগ, আব্দুল, মাঈনুদ্দিন, রুবেল, হোসেন, সোহেল, সুমন, খোকন, মাসুদ, বাপ্পি, ওয়াসিম ফেরদৌস, তাহসিন, ইসলাম প্রমুখ।

বর্ণাঢ্য র‌্যালি,যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী,চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত