ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তিবোধে উজ্জীবিত তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশ

যুক্তিবোধে উজ্জীবিত তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশ

চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে উদ্বোধন করা হয়েছে রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা, যেখানে মুক্তবোধ ও আলোকিত মনের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে। এই প্রতিযোগিতায় চট্টগ্রামের ৩২টি স্কুল ও সারাদেশের ১৬টি কলেজের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শনী ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন উদ্বোধনী স্মারক পাঠ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার, রবি আজিয়াটা লিমিটেডের হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স এবং সাসটেইনেবিলিটি শরিফ শাহ জামাল রাজ, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান, শিক্ষাবিদ বৃজেট ডায়েস এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী এবং সঞ্চালনা করেন সহ সভাপতি সাবের শাহ।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম একটি প্রকৃতিক শহর, যেখানে নদী, সাগর ও পাহাড় আছে। এখানে মানুষ স্বাধীনচেতা। শহরটিকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। নগরবাসীর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিনামূল্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের বিতর্কিকরা সবসময় এগিয়ে থাকে কারণ তাদের মধ্যে বিপ্লবী চেতনা কাজ করে যা সামনে এগিয়ে নিয়ে যায়।

মেয়র আগামী জানুয়ারি মাসে চট্টগ্রামসহ সারাদেশের স্কুল ও কলেজের জন্য মেয়র গোল্ডকাপ বিতর্ক প্রতিযোগিতার ঘোষণা করেন।

ডা. আবদুন নূর তুষার বলেন, বাঙালি হয়তো সবকিছুতে প্রথম হতে পারেনি, তবে বিতর্কে আমরা বিশ্বের সেরা। এ সফলতার পেছনে কাজ করছে দৃষ্টি চট্টগ্রাম। গত ৩২ বছর ধরে যুক্তনির্ভর তারুণ্য গড়ে তোলায় এ প্রতিষ্ঠান কাজ করছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ব্যর্থতার মধ্য দিয়েই সফলতা আসে এবং কষ্ট ও বেদনার মধ্য দিয়ে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে।

শরিফ শাহ জামাল রাজ বলেন, রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে চিন্তাশীল এবং যুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলে। এর মাধ্যমে আগামী দিনের নেতৃস্থান তৈরি হয়।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, বিতর্ক মানে নিজেকে সমৃদ্ধ করা। যুক্তি ও মননের মাধ্যমে নিজের জীবন এগিয়ে নেওয়া যায় এবং মেধা ও মননকে উন্নত করার ক্ষেত্রে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চট্টগ্রামের সাংগঠনিক বিতর্কের ৩০তম বছর উপলক্ষে আগামী বছর সারাদেশে ৩১তম বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার ঘোষণা দেন।

আগামীর বাংলাদেশ,উজ্জীবিত তরুণ প্রজন্ম,যুক্তিবোধে উজ্জীবিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত