ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ভুল চিকিৎসা ও তদন্ত দীর্ঘায়িতের অভিযোগে মানববন্ধন

রংপুরে ভুল চিকিৎসা ও তদন্ত দীর্ঘায়িতের অভিযোগে মানববন্ধন

ডাক্তার তোফায়েল হোসেন ভূইয়ার বিরুদ্ধে ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসা অভিযোগসহ তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা গত ১৩ অক্টোবর থেকে ডাক্তার তোফায়েল হোসেন ভূইয়ার বিরুদ্ধে ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসা অভিযোগ নিয়ে কাজ করছি। এরই প্রেক্ষিতে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করি। তারা সকলে আন্তরিকতার সাথে বিষয়টি দেখেছেন ও তদন্ত কমিটি গঠন করেছেন। কিন্তু এখনও তদন্ত কমিটির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

গত ২১ অক্টোবর রাজকুমার স্যারকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। পরে ২২ অক্টোবর তদন্ত কমিটি হতে তারা অব্যাহতি নেয়। এরপর এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠনের কাজ চলমান, কিন্তু দৃশ্যমান নয়। তাই আমরা আজ মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই, আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সুষ্ঠু তদন্তের দাবি করছি। যাতে আর কোনো মায়ের ভুল চিকিৎসা না হয় এবং সবাই সচেতন হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুল চিকিৎসায় ভূক্তভোগীর ছেলে মাহবুব তন্ময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, সাধারণ শিক্ষার্থী আসিফ মাহমুদসহ অন্যান্যরা।

উল্লেখ্য, রংপুর মহানগরীর পূর্ব গুপ্তপাড়া এলাকার মোছা. নাজমা বেগম ব্রেইন টিউমার নিয়ে ডাক্তার তোফায়েল হোসেন ভূইয়ার চেম্বারে গেলে তার বিরুদ্ধে স্ট্রোকের ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে।

মানববন্ধন,তদন্ত দীর্ঘায়িতের অভিযোগ,রংপুরে ভুল চিকিৎসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত